নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কালুরঘাট রোড উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে, যথাশীঘ্র আদালতে চার্জশিট দাখিল করা হবে। এর আগে ২০১৮ সালের ২৮ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে নুর হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন । দুদক সূত্রে জানা যায়, কালুরঘাট রোড উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের এক কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালে ২২টি মামলা করে দুদক। এসব মামলায় চট্টগ্রাম উন্নয়ন…
মো. আবু তাহের কর্তৃক সম্পাদিত ও আবু তাহের নেটওয়ার্ক (এটিএন)-এর পক্ষে প্রকাশিত। ওপেন প্লাটফর্ম হিসেবে এটিএনটাইমস২৪.ডটকম-এর ক্রেডিটসহ যেকোন নিউজ কপি করা এবং স্ব স্ব প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে প্রকাশের জন্য পূর্বানুমতির প্রয়োজন নেই। অফিস: ৭৯-এ দ্যা পার্কওয়ে, স্টোক অন ট্রেন্ট, যুক্তরাজ্য, এসটি১৩। যোগাযোগ: atntimes24bd@gmail.com